চবিতে নতুন উপ-উপাচার্য দায়িত্বে বেনু কুমার দে
৬ মে ২০২১ ০০:৫৩ | আপডেট: ৬ মে ২০২১ ০০:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে।
বুধবার (৫ মে) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উপসচিব মো মাহমুদুল আলমের সই করা প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক বেনু কুমার দে’কে চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয় সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বৃহস্পতিবার অধ্যাপক বেনু কুমার দে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন।
অধ্যাপক বেনু কুমার দে ১৯৮৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেট সদস্য।
সারাবাংলা/সিসি/টিআর