Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই সভাপতি হচ্ছেন জসিম উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ২১:৫৭ | আপডেট: ৬ মে ২০২১ ০৩:১০

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে একক প্রার্থী হওয়ায় সভাপতি হতে যাচ্ছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এফবিসিআই নির্বাচনে পরিচালক পদে সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় তফসিল অনুযায়ী বুধবার (৫ মে) ভোট ছাড়াই এই নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পরিচালক পদে ৭৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী ৫ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়। আগামী ৭ মে এই পরিচালকরা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয়জন সহ-সভাপতি নির্বাচিত করবেন। এ সব পদেও ভোট না হওয়ার আভাস মিলেছে।

নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হলেন সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনিই সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন। বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিমের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ স্বাক্ষরিত তালিকা মোতাবেক নতুন পরিচালকরা হলেন- সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন ছাড়াও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালক হয়েছেন- এ কে এম সেলিম ওসমান এমপি, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস এম সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়া রানা, খোন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন ও আলমগীর শামসুল আলামিন কাজল।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে যারা পরিচালক হলেন আবু মোতালেব, রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশেদুল হোসেন চৌধুরী রনি, এম জেআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুলইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজামউদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাদ, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের ও ড. নাদিয়া বিনতে আমিন।

চেম্বার গ্রুপ থেকে মনোনিত পরিচালকরা হলেন জশোধা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাদ ময়ন উদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, ড. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম,আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলনও তাহমিন আহমেদ।

চেম্বার গ্রুপ থেকে যারা পরিচালক হলেন হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলীপ কুমার আগরাওয়ালা,মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সুজিব রঞ্জন দাস, ইকবাল শাহারিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ূন রশিদ খান পাঠান ও সালাউদ্দিন আলমগীর।

সারাবাংলা/ইএইচটি/একে

এফবিসিসিআই টপ নিউজ ব্যবসা-বাণিজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর