পরিস্থিতি বিবেচনায় ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা
৫ মে ২০২১ ১৯:৩৯ | আপডেট: ৫ মে ২০২১ ২২:০৭
ঢাকা: করোনা-সৃষ্ট বিরূপ পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে সকল বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (৫ মে) বিকেলে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
গৃহীত সিদ্ধান্ত প্রসঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘বর্তমানে করোনার যে পরিস্থিতি, তা যদি উন্নতি না হয়, তবে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে।’
অধ্যাপক মাকসুদ কামাল জানান, অনলাইনে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত বিষয়ে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া অনুষ্ঠিত সভায় অনলাইন পরীক্ষা নেওয়ার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যায় অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার সত্ত্বেও জুলাই মাস থেকে অনলাইনে শ্রেণি-কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সারাবাংলা/আরআইআর/একে