Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকার ভ্যাকসিনের অগ্রগতি জানা যাবে বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১৭:৪৭ | আপডেট: ৫ মে ২০২১ ২০:৩২

ঢাকা: আমেরিকার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার (৬ মে) অগ্রগতি জানা যেতে পারে। অন্যদিকে ১২ মে’র মধ্যে উপহার হিসেবে চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাশিয়ান ভ্যাকসিন দেশে উৎপাদন করতে প্রয়োজনীয় কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (৫ মে) সাংবাদিকদের এই তথ্য জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন আনার চেষ্টা করছি। এখনও আপডেট পাইনি। ভ্যাকসিন ইস্যুতে আমরা বিভিন্ন রকম প্রস্তাব পেয়েছি। একটি প্রস্তাব হচ্ছে, ইউরোপের সাতটি দেশে অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন বেশি আছে, যা তারা ব্যবহার করছে না। এটা আমরা ব্যবহারের চেষ্টা করতে পারি। আমরা এসব দেশের সঙ্গে যোগাযোগ করছি। তবে তাদের কাছে খুব বেশি ভ্যাকসিন নেই। কিন্তু আমাদের দেশে প্রতিদিন প্রয়োজন দুই লাখের বেশি ভ্যাকসিন। আবার ইউরোপের ওই দেশগুলো থেকে অন্য দেশগুলোও ভ্যাকসিন পাওয়ার লাইন দিয়েছে। তাই এসব দেশ থেকে ১০/২০ হাজার করে ভ্যাকসিন এনে আমাদের চাহিদা পূরণ করার প্রস্তাব খুব বেশি কার্যকর হবে না।’

তিনি বলেন, ‘তবে আমেরিকার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে। তারা বলেছে, তাদের ৬০ মিলিয়ন ভ্যাকসিন আছে যা তারা ব্যবহার করছে না। এটা জানার সঙ্গে সঙ্গে আমরা আমেরিকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ করেছি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছি, আবার ওয়াশিংটনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছে। আমেরিকা আমাদের ভ্যাকসিন দেবে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আগামীকাল (৬ মে) আমার সঙ্গে দেখা করে এ বিষয়ে অগ্রগতি জানাবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত জানিয়েছে যে. আমেরিকা যখন ভ্যাকসিন পাঠাবে তখন তারা অক্সিজেনও দেবে। আলোচনা চলছে। তবে কখন পাঠাবে সেটি এখনও ঠিক হয়নি।’

চীনের ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছে, মে দিবসের ছুটি শেষে আগামী ১২ মে তাদের ভ্যাকসিন ঢাকায় আসবে। তার আগে উপহারের ৫ লাখ আসার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ১০ তারিখের কথা বলেছেন, সেও জেনেই বলেছেন। কেননা ভ্যাকসিন কবে আসবে, কতটুকু আসবে, দাম কত হবে, এইসব কিছুই স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করে। আমরা শুধু যোগাযোগ ঘটিয়ে দেই। আর এসব ভ্যাকসিন কেনার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে ১০ হাজার কোটি টাকা অনুমোদন দিয়ে রেখেছেন।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

অগ্রগতি আমেরিকা ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর