আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসিরের বিদেশযাত্রায় বাধা নেই
৫ মে ২০২১ ১৭:১৬
ঢাকা: ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার (৫ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তাফসির আউয়ালের পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
আইনজীবীরা জানান, তাফসির মোহাম্মদ আউয়ালের বিদেশ যাওয়ার ওপর গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করে দুদক। এ কারণে তাফসির আউয়াল বিদেশ যেতে পারছিলেন না। এ অবস্থায় দুদকের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। রিট আবেদনে তাফসির আউয়াল বিদেশ যাওয়ার অনুমতি চান। ওই রিটের শুনানি নিয়ে বুধবার আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমিত দেন।
আরও পড়ুন- আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাফসিরকে দুদকে তলব
তাফসির আওয়ালকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ দুদকের
সারাবাংলা/কেআইএফ/এসএসএ