Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ভ্যাকসিন না আসলে টাকা ফেরত পাবো: অর্থমন্ত্রী 

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১৫:৫৭ | আপডেট: ৫ মে ২০২১ ১৬:৫৭

ফাইল ছবি

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ তার টাকা ফেরত পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে অন্যান্য সোর্সের মাধ্যমেও করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (৫ মে) দুপুরে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

ভারতের সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিনের জন্য আগাম টাকা দেওয়া হয়েছিল, তারা ভ্যাকসিন দিতে না পারলে টাকা ফেরত দেবে কি না— এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসবে না সেটাও তো আমরা বলতে পারছি না। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি। যখন আমরা চূড়ান্তভাবে জানতে পারব যে ভ্যাকসিন আসবে না, তখন চূড়ান্তভাবে এ বিষয়ে নিয়ে কথা বলতে পারব।’

অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন না এলে অবশ্যই টাকা ফেরত পাব। এভাবে কোনো দেশ কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? আমরা লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে চুক্তি করেছ। এটা তো গোপন কোনো কাজ না, কাগজপত্রে লেখালেখি হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে। সুতরাং কন্ট্রাকচুয়াল ডিভিশন তাদেরও আছে, আমাদেরও রয়েছে। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য। এছাড়াও আমরা অন্যান্য সোর্সের মাধ্যমেও ভ্যাকসিন আনার জন্য চেষ্টা করছি।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি আগেই বলেছি ভ্যাকসিনের জন্য আমরা একটা সোর্সের ওপর নির্ভর করব না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের মানুষের জীবন-মরণ নিয়ে এখানে প্রশ্ন। আমরা শুধু একটি সোর্সের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না। তাই এর পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে যারা ভ্যাকসিন তৈরি করে এবং যাদের ভ্যাকসিনের কোনো আশঙ্কা নেই। সেসকল কোম্পানি থেকেও আমরা ভ্যাকসিন আনার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

ভ্যাকসিন আনার চুক্তিতে ক্ষতিপূরণের সুযোগ রাখা হয়েছে কি না— এ বিষয়ে জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এটা এই মুহূর্তে বলতে পারব না। তবে আন্তর্জাতিক চুক্তিতে যেসকল শর্ত থাকে সব শর্তই সেরামের সঙ্গে করা চুক্তিতে রয়েছে।

তিনি বলেন, আমরা এখনই এমন ঘোষণায় চলে যেতে চাই না যে, চুক্তি অনুযায়ী ভ্যাকসিন আসবে না। এমনটি আমরা বলিনি, তারাও বলেনি যে ভ্যাকসিন দেবে না।

সারাবাংলা/জিএস/এনএস

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ভারতের ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর