Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ বাড়ল ১৬ মে পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১২:৪১ | আপডেট: ৫ মে ২০২১ ১৪:০৩

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি কমে না আসায় বিধিনিষেধ আরও ১১ দিন অর্থাৎ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে নির্দেশনা জারি করেছে সরকার। বিধিনিষেধ কিছুটা শিথিল করে নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। সেখানে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এবার ঈদের ছুটি নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

নির্দেশনায় বলা হয়, সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। আগের মতোই দোকানপাট, শপিং মল সকাল দশটা থেকে রাত ৮ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে মার্কেট বন্ধ করা হবে বলে নির্দেশনা যুক্ত হয়েছে।

আরও বলা হয়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রেন, লঞ্চ বন্ধ থাকবে। মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট ব্যবহারের মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা এলাকায় মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানাতে তথ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং করে সচেতনতা তৈরি করবে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন সারাবাংলাকে বলেন, আগে যেসকল নিয়ম ছিল সেটাই বহাল আছে। আন্তঃজেলা বাস চলবে না, শুধু জেলার ভেতরে চলবে। আগের শর্ত মেনেই প্রতিষ্ঠান, ব্যাংক চলবে। এবার ঈদের সময় যেটা বলা হয়েছে, সেটা আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত বছরও ছিল। এবার ঈদেও আমরা সেই নির্দেশনা যুক্ত করে বলেছি এটা গুরুত্ব দিয়ে পালন করতে হবে। কেউ যেন ঈদে কর্মস্থল ত্যাগ না করে সেজন্য সংশ্লিস্ট মন্ত্রণালয়ের বিভাগ/সংস্থাগুলোকে বলা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ থেকে যেসকল নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে প্রশাসনকে বলা হয়েছে। মাঠ পর্যায়ের প্রশাসন সব সময় খোলা। করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি বড় প্রকল্পগুলোর কাজ চলবে। মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে গত ৫ মে থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বাড়ান হলো।

সারাবাংলা/জেআর/এসএসএ

বিধিনিষেধ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর