Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন মমতা, প্রথম কাজ করোনা মোকাবিলা

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২১ ১২:২১ | আপডেট: ৫ মে ২০২১ ১৩:৪৪

তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলা করাই প্রথম কাজ হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৫ মে) বেলা সাড়ে ১১টার পর রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখর। দেশটির সংবাদমাধ্যমকে মমতা জানিয়েছেন, শপথ নেওয়ার পরে নিজ দপ্তর নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বেলা সাড়ে ১২টা দিকে বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, আজ (বুধবার) দুপুর ৩টায়় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়গুলো বিস্তারিতভাবে জানাবেন তিনি।

প্রসঙ্গত, মাসব্যাপী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ২ মে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তথ্য মতে, ২৯৪ আসনের মধ্যে ২১৩ আসনে জয় পেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো রাজ্য সরকার গঠন করলেন তিনি। আর বিজেপি পেয়েছে ৭৭টি আসন। তবে নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা।

সারাবাংলা/এনএস

করোনা মোকাবেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর