Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরফ্যাশনে বজ্রপাত: নারীসহ ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২১ ২১:৪৯

ভোলা: জেলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চার জনের মৃত্যু হয়েছে।

পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুস্তম আলী হাওলাদারের ছেলে মো. আব্দুল হালিম হাওলাদার (৩৭), আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবু কালামের স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০), হাজারীগঞ্জ ইউনিয়নের শাহে আলম এবং আসলামপুর ইউনিয়নের আলাউদ্দিন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আব্দুল হালিম হাওলাদার লোকজনের সঙ্গে জমিতে ধান কাটছিলেন। দুপুরের দিকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। পরে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নদীর পাড়ে হাঁস খুঁজতে গিয়ে বজ্রপাতে ফজিলাতুন্নেছা নামে ওই নারীর মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সারাবাংলা/একেএম

চরফ্যাশন বজ্রপাত ভোলা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর