Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জে পিকআপ ভ্যানচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৪ মে ২০২১ ১৩:৪৭ | আপডেট: ৪ মে ২০২১ ১৩:৪৮

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পিকআপ ভ্যানচাপায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় এই দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, একলাশপুর ইউনিয়নের আবদুল খালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও একই এলাকার আবদুর রহিমের ছেলে নুরনবী (১৮)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান,একলাশপুর বাজারের উকিল সড়কের পাশে পিকআপ ভ্যানে করে বালু এনে রাখে স্থানীয় এক বাসিন্দা। পরে ওই বালু রিকশা ভ্যানে করে বাড়িতে নিচ্ছিল চার যুবক। এক পর্যায়ে রিকশাভ্যানে বালু উত্তোলনের সময় বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে বালুর ভ্যানটিকে চাপা দিলে ৪জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজন নোয়াখালী সদর হাসপাতালে মারা যায়। আরেকজনকে ঢাকা হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর