Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি মেনে না চললে মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৮:২৭ | আপডেট: ৩ মে ২০২১ ২১:৫৩

ঢাকা: দোকান-পাট কিংবা শপিংমলে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে না চললে মার্কেট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মাস্ক না পরলে পুলিশ, সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেবে।

সোমবার (৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যায় এ প্রসঙ্গে গত ২ মে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ সংক্রান্ত বেশ কিছু সুপারিশ করা হয়। যা মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩ মে) থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন মিলে দেশের প্রতিটি মার্কেটে সুপারভাইজ করবে জানিয়ে সচিব বলেন, ‘কোনো কোনো মার্কেটে ক্রেতা বেশি থাকবে, সেখানে হয়তো পুরোপুরি কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি বেশি লোক ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো। এ সিদ্ধান্ত পরিস্কার। এ বিষয়ে দোকান মালিক সমিতির লোকজন সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। তারাও এ বিষয়টি নিশ্চিত করবেন।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ চলছে। এরমধ্যে দোকান মালিকদের অনুরোধে ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট, শপিংমল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মার্কেট স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর