Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে মূল্যসংশোধন, কমেছে সূচক ও লেনদেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৬:৩৮

ঢাকা: টানা তিন দিন সূচক ঊর্ধ্বমুখী থাকার পর পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। সোমবার (৩ মে) দেশের দুই পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণাতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে সব লেনদেন।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৪টি কোম্পানির ৩০ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সোমবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে আছে। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৬২ কোম্পানির ১ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৭৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৫৩ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৬২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার মূল্য সংশোধন লেনদেন সূচক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর