চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৩:৪১
৩ মে ২০২১ ১৩:৪১
চট্টগ্রাম ব্যুরো: বন্দর নগরীতে করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে ৫৩৫ জনের মৃত্যু হলো।
সোমবার (৩ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রমণ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘন্টায় ৬০৪ নমুনা পরীক্ষা করে ১০৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। নমুনার বিপরীতে শনাক্তের হার সাড়ে ১৫ শতাংশ। এদের মধ্যে ৮৭ জন চট্টগ্রাম শহরের বাসিন্দা। অন্যান্য উপজেলায় রয়েছেন আরও ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫০ হাজার ২৮০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত সাত জনের মধ্যে শহরের পাঁচ জন এবং অন্যান্য উপজেলার দু’জন। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে।
সারাবাংলা/আরডি/একেএম