Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনা আক্রান্ত ১ কোটি ৯৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২১ ১২:০১ | আপডেট: ৩ মে ২০২১ ১৩:৪৪

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন লাখ ৬৮ হাজার মানুষের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা সরকারি হিসাবে এক কোটি ৯৯ লাখে পৌঁছেছে। একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৪১৭ জন। এর মধ্য দিয়ে ভারতে করোনায় মৃত্যু দুই লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে।

সোমবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

এর আগে, শুক্রবারই প্রথম ভারতে ২৪ ঘণ্টায় চার লাখের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়। তার আগে টানা নয় দিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন লাখের বেশি। তারও আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাওয়ার পর ২৭ এপ্রিল থেকে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরে থাকছে।

এখন, বিশ্বে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা সংক্রমণ শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। ২২ এপ্রিলের আগপর্যন্ত এই রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। জানুয়ারিতে সেখানে ২৪ ঘণ্টায় দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। ভারতে শুক্রবার রেকর্ড চার লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর