Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২১ ১০:৫৬ | আপডেট: ৩ মে ২০২১ ১৩:৪৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সেনাবাহিনীর ১৬ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (১ মে) বিকেলে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলা চলে। মার্চে এই একই এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৩৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল।

এদিকে, কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে, ওই অঞ্চলে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ওই দুই আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে নাইজারে তৎপরতা বিস্তৃত করার পর থেকে তাদের হামলায় কয়েকশ সৈন্য এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বর্তমানে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর বিশাল এলাকা আল-কায়েদা এবং আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/একেএম

নাইজার বন্দুকধারীদের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর