Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যতদিন দুর্যোগ থাকবে, ততদিন যুবলীগ জনগণের পাশে থাকবে: নিখিল

সারাবাংলা ডেস্ক
৩ মে ২০২১ ০৮:৫৫

ঢাকা: যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার এই মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারাদেশে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। যতদিন দুর্যোগ থাকবে, ততদিন যুবলীগ জনগণের পাশে থাকবে

রোববার (২ মে) তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের অবহেলিত বাক প্রতিবন্ধি, দৃষ্টি প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপহার আমরা পৌঁছে দিয়েছি।

তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগকে ধন্যবাদ জানিয়ে তৃতীয় লিঙ্গের হীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছে। আমরা দোয়া করি তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকুক।

এসময় আরও বক্তব্য রাখেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, মো. এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, তাজ উদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক রাসেল, মশিউর রহমান চপল, অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শামছুল আলম অনিক, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, সহ-সম্পাদক মির্জা মো. নাসিউল আলম শুভ্র, মো. আরিফুল ইসলাম, সামিউল আমিন, মো. বাবলুর রহমান বাবলু, মো. রাশেদুল ইসলাম সাফিন, মো. আবু রায়হান রুবেল, মো. মনিরুজ্জামান পিন্টু, মো. মনিরুল ইসলাম আকাশ, কার্যনির্বাহী সদস্য মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মো. আরশেদ আলী আশিক, জি এম গাফফার হোসেন, ইঞ্জিমিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জিনিয়ার আবু সাঈদ মো. হিরো, ইঞ্জিনিয়ার মো. আসাদুল্লা তুষার, মো. নূর হোসেন সৈকত, মো. অলিদ হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

সারাবাংলা /এসএসএ

যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর