Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ সভাপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ২২:৩৪

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২ মে) বিজিএমইএ কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বিভিন্ন বাণিজ্যসংক্রান্ত বিষয়াবলী বিশেষ করে, বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং জার্মানিতে বাংলাদশের তৈরি পোশাকের রফতানি বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেভাবে টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সবুজ শিল্পায়ন গড়ে তুলছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত।’

তিনি আরও জানান, জার্মান সরকার সব সময় বাংলাদেশের পোশাক শিল্পের পাশে আছে। জার্মান সরকারের অর্থায়নে বাংলাদেশের পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার জন্য বিজিএমইএ সভাপতিকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি ও জার্মান রাষ্ট্রদূত কোভিডকালীন সময়ে বেকার হয়ে পড়া শ্রমিকদের জন্য ইইউ যে তহবিল গঠন করেছে, তা বিতরণ বিষয়েও আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য জার্মান রাষ্ট্রদূতকে সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।

সারাবাংলা/ইএইচটি/এমও

জার্মান রাষ্ট্রদূত বিজিএমইএ সভাপতি সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর