Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই–ক্যাব সদস্যরা বছরে ১০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ২০:৫৯ | আপডেট: ২ মে ২০২১ ২৩:২৬

ঢাকা: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) সদস্য প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়া চলতি হিসাবের যৌক্তিক ব্যয় বাবদ বছরে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠাতে পারবে।

রোববার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, নতুন সুবিধার আওতায় ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার বৈদেশিক ব্যয় খরচ করতে পারবে।

এ ছাড়াও বার্ষিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে দুই হাজার ডলারের আন্তর্জাতিক ক্রেডিট/প্রিপেইেড কার্ড ইস্যু করতে পারবে। এ ছাড়াও ওই কার্ডে পুনরায় বৈদেশিক মুদ্রা যুক্ত করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়, কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে প্রেরিত অর্থের পরিমাণ কোনো অবস্থাতেই ১০ হাজার ডলারের বেশি হতে পারবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন সার্কুলারের ফলে ই-কমার্সের ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে শুরু হওয়া ই-ক্যাবের বর্তমানে সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০টি।

সারাবাংলা/জিএস/একে

ই-কমার্স বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর