Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডিশনাল ডিআইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৭:৩২ | আপডেট: ২ মে ২০২১ ১৮:৫৭

ঢাকা: পুলিশ সুপার পদমর্যাদা থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন ৭ পুলিশ কর্মকর্তা।

রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

এরা হলেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ, মতিঝিল বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপি সদর দফতরে কর্মরত আনিসুর রহমান, সিআইডির পুলিশ সুপার সাইফুল ইসলাম, মিরপুর বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) রফিকুল ইসলাম।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এ ছাড়া পদোন্নতির ফলে তারা সরকারের বেতল স্কেল (২০১৫ অনুযায়ী) চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত হবেন।

সারাবাংলা/ইউজে/একে

অ্যাডিশনাল ডিআইজি পুলিশ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর