ভূমিহীন-করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি টাকা দিলেন শেখ হাসিনা
সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২ মে ২০২১ ১৯:১৩
২ মে ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২ মে ২০২১ ১৯:১৩
ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা দিয়েছেন।
রোববার (২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইংস এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ব্যক্তিগত উদ্যোগে এই টাকা দেন।
এছাড়াও ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য জমি কেনা বাবদ ‘আশ্রয়ণ প্রকল্প’কে আরও ৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই ১০ কোটি টাকা বঙ্গবন্ধুকন্যা ব্যক্তিগত উদ্যোগে দেন। এসময় সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুঃস্থ মানুষের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/এমও