Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারলেন না শুভেন্দু, নন্দীগ্রামেও শেষ হাসি মমতার

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২১ ১৭:১৩ | আপডেট: ২ মে ২০২১ ১৮:২১

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে ২৯৪টি আসনের মধ্যে ২০৯টি  জয় পেয়েছে দলটি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তার জয় নিশ্চিত করেছেন। এক হাজার ২০০ ভোটের ব্যবধানে এক সময়কার ঘনিষ্ঠ সহচর ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পরাজিত করেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সপ্তদশ রাউন্ডে ভোট গণনার শুরুতেই ৬০০ ভোটে শুভেন্দু অধিকারীর চেয়ে এগিয়ে যান মমতা। এরপর সময় গড়াতেই জয় নিশ্চিত হতেই বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে অফিসে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

এরবার তিনি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে থেকে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন। তার প্রতিদ্বন্দী ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী।

এবার নির্বাচনের আগে মমতাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রী কলকাতায় নিজের আসন ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ গ্রহণও করেন।

ভারতীয় পত্রিকাগুলো বলছে, যদি পশ্চিমবঙ্গের দুইবারের মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত এই আসনে হেরে যেতেন তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিরোধীদের বৃহত্তর জোটের যে পরিকল্পনা দানা বাঁধছিল, তা মুখ থুবড়ে পড়তো বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত নন্দীগ্রামেও জয় লাভ করে সেই আশঙ্কাকে দূর করলেন বাংলার মেয়ে।

সারাবাংলা/এনএস

তৃণমূল কংগ্রেস নন্দিগ্রাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর