সরকার ‘মাফিয়াচক্র’ নিয়ে দেশ চালাচ্ছে: ফখরুল
২ মে ২০২১ ১৭:০৮ | আপডেট: ২ মে ২০২১ ১৮:৫৭
ঢাকা: সকরার ‘মাফিয়াচক্র’ নিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার (১ মে) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো গণামধ্যমকে জানাতে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার মূলত কতগুলো মাফিয়া চক্র নিয়ে দেশ চালাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রে মাফিয়ারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বাংলাদেশের পরিণতি যে এমনটা হবে— এটা আমরা কল্পনাও করতে পারিনি। দুর্ভাগ্য আমাদের ৫০ বছর পরও এরকম ভয়ংকর পরিস্থিতি দেখতে হচ্ছে।’
‘এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্যে একটি নিরপেক্ষ সরকার দরকার হবে এবং এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুধুমাত্র দুর্নীতির কারণে ভ্যাকসিন সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে এতটা ব্যর্থ হয়?
মির্জা ফখরুল বলেন, ‘ভ্যাকসিনের অভাবে টিকা প্রদান কার্য্ক্রম হঠাৎ করে বন্ধ করায় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের সকল স্বাস্থ্য বিশেজ্ঞ ও বিএনপি এই বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্ত তারা তাতে কর্ণপাত তো করেননি। উপরন্তু বিভিন্ন রকমের বিদ্রুপাত্মক কথা বলেছে এবং তারা তাদের কাজ সম্পর্কে যথেষ্ট আত্মমভরিতা প্রকাশ করেছে।’
তিনি বলেন, ‘আমরা বার বার করে বলেছিলাম যে, টিকা বা ভ্যাকসিনের বিকল্প উৎস রাখা উচিত। এই বিকল্প উৎস না রাখলে যেটা হবে, হঠাৎ করেই যদি কোনো উৎস থেকে ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। সরকার কোনো কর্ণপাত না করে তাদের নিজস্ব দুর্নীতি পরায়ণ কোম্পানি মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই এক কোম্পানির ভ্যাকসিন সংগ্রহের কার্য্ক্রম নিয়েছিল। যে কারণে আজ গোটা জাতি বিপদগ্রস্থ।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি, উৎপাদনকারী প্রতিষ্ঠান আগে ভারতের চাহিদা পুরণের জন্য বাংলাদেশে ভ্যাকসিন সরবারহ করতে অপরাগতা প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন যে, ভারতের চাহিদা এখন বেশি এবং সেই কারণে সমস্ত রফতানি বাতিল করে দিয়ে আগে নিজেদের চাহিদা পূরণ করতে হবে। আমাদের সেখানে আপত্তি নেই- ভারত তো তার চাহিদা পূরণ করবেই।’
‘কিন্তু আমাদের সরকার সম্পূর্ণ দায়িত্বহীনতার সঙ্গে একটা অপরাধমূলক কাজ করেছে। তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা গুরুত্বসহকারে বিবেচনা করেনি। আমাদের যে আশংকা ছিল তা আজ সত্যে পরিণত হয়েছে। চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের সুযোগ থাকার পরেও তা নেওয়া হয়নি। চীনের একজন মন্ত্রী এসেছিলেন দেশে এবং এখানে চীনের যে ভ্যাকসিন উৎপাদন ও পরীক্ষার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সরকার সেটাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে। সরকারের এই দায়িত্বহীনতা ও দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সভায় দেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের মজুরী নির্ধারণ, কর্মে নিশ্চয়তা প্রদান এবং লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপুরণ, খাদ্য সহায়তা নিশ্চিত প্রদান, বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কমপক্ষে তিন মাসের জন্য ১৫ হাজার টাকা হারে এককালীন অনুদান প্রদান, শ্রমিক নির্যাতন ও বৈষ্যম বন্ধ এবং চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহতের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপুরণ ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দাবি জানানো হয়েছে বলে জানান মহাসচিব।
সম্প্রতি ভারত একতরফাভাবে অক্সিজেন রফতানি বন্ধ করে স্থায়ী কমিটির সভায় দেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিপ্রেক্ষিতে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণ এবং দেশে অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বলে জানান বিএনপি মহাসচিব।
সারাবাংলা/এজেড/পিটিএম