ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
২ মে ২০২১ ১৬:৩৯ | আপডেট: ২ মে ২০২১ ১৮:১৭
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। রোববার (২ মে) দিনশেষে ডিএসইতে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এটি গত ২৫ জানুয়ারির পর একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৫৮৫ কোটি টাকা। এদিকে রোববার পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম।
দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬১টি কোম্পানির ৩৫ টি ৪৯ লাখ ৮৬ হাজার ৬০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকা। রোববার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৬৭ কোম্পানির ১ কোটি ১৬ লাখ ১২ হাজার ৪৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭৩ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৫৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/পিটিএম