Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৫:১৭

বরিশাল: প্রচণ্ড খরতাপে অতিষ্ঠ জনজীবন। বৈশাখের অর্ধেক পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে। পাশাপাশি নেমে গেছে পানির স্তর। এই অবস্থায় বরিশালের বাবুগঞ্জে বিশেষ নামাজ আদায় করেছেন গ্রামবাসী।

রোববার (২ মে) সকাল নয়টার দিকে উপজেলার বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের একটি খোলা মাঠে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম হিমু খানের আয়োজনে এ নামাজে ইউনিয়নের কয়েকশ ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক কামরুল ইসলাম হিমু খান বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রমজান মাসে প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। আল্লাহতায়ালা নামাজের মাধ্যমে বান্দাদের যেকোনো সমস্যার সমাধান চাইতে বলেছেন। তাই ধর্মপ্রাণ মুসুল্লিদের নিয়ে খোলা আকাশের নিচে নামাজ আদায় করে অনাবৃষ্টি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।

সারাবাংলা/এএম

অনাবৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর