Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় নিহত ১

লোকাল করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১২:৪১

প্রতীকী ছবি

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেল শফিকুল ইসলাম (৩৫) নামে এক অটোভ্যান চালকের। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আরও একজন। এসময় পিকআপ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ

রোববার (২ মে) সকালে উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। যাওয়ার পথে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কা দেয় পিকআপটি, এসময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানের চালক। আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি মমিনুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপটি থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে পিকআপের চালক ও হেলপার।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর