Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এগিয়ে তৃণমূল, পিছিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২১ ১১:৫৯ | আপডেট: ২ মে ২০২১ ১২:০৪

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সামগ্রিক জয় তৃণমূল কংগ্রেসের দিকে গেলেও, একক প্রতিদ্বন্দ্বিতায় নন্দীগ্রামের আসন থেকে দলত্যাগী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের লড়াইয়ে পেরে উঠছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষে নন্দীগ্রামে অন্তত আট হাজার ভোটে মমতার পিছিয়ে পড়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও, নন্দীগ্রামে আরও ১৪ রাউন্ড ভোট গণনা বাকি রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ২৯৪ আসনে অনুষ্ঠিত পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে ইতোমধ্যেই ১৬৬ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে ১২২ আসনে। পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ১৪৮ আসন।

অন্যদিকে, নন্দীগ্রামের প্রথম রাউন্ড ভোট গণনা শেষে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি পেয়েছেন পাঁচ হাজার ৭৯০ ভোট। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন সাত হাজার ২৮৭ ভোট।

সারাবাংলা/একেএম

টপ নিউজ তৃণমূল কংগ্রস নন্দীগ্রাম পশ্চিমবঙ্গে নির্বাচন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর