Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, এক সপ্তাহেও গ্রেফতার হয়নি আসামি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২১ ২৩:৪৮

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করায় মানিকগঞ্জে এক যুবদল নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার আসামি শেখ মানিককে গ্রেফতার করতে পারেনি মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। এ নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

গেল ২৩ এপ্রিল শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক মো. ইমরান চৌধুরী বাদী হয়ে মানিকগঞ্জের শিবালয় থানায় মামলাটি করেন। গেল ২৪ এপ্রিল ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারাবাংলাকে জানিয়েছিলেন, আসামিকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। তাকে দ্রুতই গ্রেফতার করা হবে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির শনিবার (১ মে) রাতে সারাবাংলাকে বলেন, ‘আসামিকে গ্রেফতারে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় উপর মহল থেকেও এটি নিয়ে কাজ চলছে। বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি চালাচ্ছি। আশা করছি, শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।’

মামলায় অভিযুক্ত শেখ মানিক মানিকগঞ্জের শিবালয় থানার দাসকান্দি গ্রামের মৃত নেয়ামতের ছেলে। সে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে শেখ মানিকের ফেসবুক আইডি থেকে একটি আপত্তিকির ভিডিও শেয়ার করার কথা উল্লেখ করা হয়েছে, যা মানহানিকর ও ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শেখ মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ভিডিও ‘বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান’ শেয়ার করেন। ভিডিওটি শেয়ারের ফলে প্রধানমন্ত্রীর মান চরমভাবে ক্ষুন্ন হওয়াতে এলাকায় তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজের অংশ হিসেবে সবসময়ই তার ফেসবুক আইডিতে বাংলাদেশের সরকার প্রধানসহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে আসছে।’

মামলার বাদী মো. ইমরান চৌধুরী বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ভিডিও শেয়ার করায় ব্যথিত হয়েছি। এমন ভিডিও শেয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। এছাড়া ধরনের কুরুচিপূর্ণ সরকারবিরোধী ভিডিও শেয়ার করায় দেশ ও জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা করেছি।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কুরুচিপূর্ণ ভিডিও প্রধানমন্ত্রী মামলা যুবদল নেতা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর