Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে পুকুরে বিষ দিয়ে রাতের আঁধারে মাছ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২১ ২২:০৮

কুড়িগ্রাম: জেলায় একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ প্রয়োগ করে রাতের আঁধারে দেড় লক্ষাধিক টাকার বোয়াল মাছ চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১ মে) সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজীপলাশবাড়ী এলাকার সততা একতা মৎস্য চাষ প্রকল্পের ৪০জন যুবক পাউবো বরোপিটের ৩ একর জমির পুকুরে মাছ চাষ করে আসছে। অন্য দিনের মতো ভোর বেলা সুফলভোগী শহিদ মুন্সি, ফারুক মিয়া পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় পুকুরে মাছ ভেসে আছে।

বিজ্ঞাপন

সুফলভোগী সোহেল মিয়া, শফিকুল এবং আফি বেগম বলেন, ‘আমরা সকালে স্থানীয় মাছ বিক্রেতা শাহাম্মদ আলীকে পুকুরের মাছ বিক্রি করতে দেখেছি। মাছ বিক্রি করতে দেখে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এলাকার মমিনুল, হাইবর, ইব্রা, কালাম আছদ্দি ও হামিদুল তার কাছে ৫ মণ বোয়াল মাছ বিক্রি করেছে।’

মৎস্য চাষী বেলাল রহমান জানান, লাভের আশায় বোয়াল মাছগুলি পুকুরে বড় করেছি আমরা। প্রতিটি বোয়ালের ওজন প্রায় ৪/৫ কেজি। এখান প্রায় ৩৫/৪০ মণ বোয়াল মাছ ছিল। এখন একটাও নাই, সব রাতারাতি চুরি করেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাছ চুরির অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

পুকুরে বিষ মাছ চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর