ডিএসইসির নির্বাহী সদস্য ফয়সল মারা গেছেন
সারাবাংলা ডেস্ক
১ মে ২০২১ ১১:৫০ | আপডেট: ১ মে ২০২১ ১১:৫৪
১ মে ২০২১ ১১:৫০ | আপডেট: ১ মে ২০২১ ১১:৫৪
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আ হ ম ফয়সাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন মানতাশা তাসনিম।
মানতাশা তাসনিম বলেন, গতকাল ইফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার লাশ উখিয়া থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিজ গ্রাম আলেকজেন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বিভিন্ন গণমাধ্যমে সফলতার সাথে কাজ করেছেন তিনি। সর্বশেষ ইউনাইটেড নিউজ টোয়ান্টিফোরডটকমের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়সহ কমিটির সকল নেতৃবৃন্দ।
সারাবাংলা/এএম