Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক ফাঁকি দিয়ে মাছ পাচার, ভারতীয় ট্রাক আটক

লোকাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ২০:১৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২০:৪৯

বেনাপোল (যশোর): ভারত থেকে আমদানি করে আনা এক ট্রাক সামুদ্রিক মাছ শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় আটক করেছেন বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। তবে এসময় কাউকে আটক করতে পারেননি তারা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল বন্দরের টিটিবির মাঠ থেকে মাছের চালানসহ ট্রাকটি আটক করা হয়। অবৈধভাবে আমদানি করা সামুদ্রিক এই মাছের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কাস্টমস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কোনো একসময় ভারত থেকে WB, 25 E-4814 নম্বরের একটি ট্রাকে ২৫০ কার্টনে করে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। নিয়ম অনুযায়ী বন্দরের ৩১ নম্বর শেডে রেখে কাগজপত্রের আনুষ্ঠানিকতা ও সরকারের রাজস্ব পরিশোধ করার কথা ছিল মাছের ট্রাকটির। কিন্তু আমদানিকারকেরা সেটি না করে  বন্দরের টিটিবি মাঠে নিয়ে খালাস করছিলেন।

খবর পেয়ে কাস্টমস সদস্যরা অভিযান চালালে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যান। পরে ভারতীয় ট্রাকটি আটক করেন কাস্টমস সদস্যরা।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে জব্দ করা মাছগুলো নিলামে তোলা হয়েছে। আইন বহির্ভূত এই কাজের সঙ্গে কারা কারা জড়িত, তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/টিআর

অবৈধভাবে আমদানি মাছের ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর