Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়মত শ্রমিকদের পাওনা পরিশোধের আহ্বান জাপা’র

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৭:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৭:২৬

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মে দিবস সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়।

তিনি বলেন, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শেখায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, নভেল করোনাভাইরাস মোকাবিলা সারা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়। কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোনো আয়োজন ছাড়াই ঘরে বসে এ দিনটি পালন করতে হবে।

গোলাম মোহাম্মদ কাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনাকালে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন।

পাশাপাশি, যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, এই দুঃসময় আর বেশি দিন থাকবে না। প্রকৃতি আবারো স্বাভাবিক হবে, নিরাপদ হবে পৃথিবী। যে কোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

গোলাম মোহাম্মদ কাদের টপ নিউজ মহান মে দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর