পানছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
৩০ এপ্রিল ২০২১ ১৭:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৯:৩২
খাগড়াছড়ি: জেলার পানছড়ি উপজেলার দুর্গম কারিগরপাড়া এলাকায় ছড়ার পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে মারা যাওয়া শিশুরা হচ্ছে- কারিগরপাড়া এলাকার সুমন ত্রিপুরার মেয়ে খুমবারটি ত্রিপুরা (৮), ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫) ও একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার মেয়ে প্রাণটি ত্রিপুরা (৫)।
লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা জানান, কারিগর পাড়ার স্থানীয় বাসিন্দারা কৃষিজমি চাষের জন্য ছড়ায় বাঁধ দিয়ে পানি জমায়। পরিবারের লোকজনের অজ্ঞাতে বাঁধের জমানো পানিতে ডুবে মারা গেছে কোমলমতি তিন শিশু।
মারা যাওয়া দুই শিশুর স্বজন দীপঙ্কর ত্রিপুরা বলেন, ‘সকাল সাড়ে দশটার পরে শিশুরা খেলছিল। দুপুর ১২টায় তার ভাইপো, ভাইঝি ও পাশের বাড়ির শিশুটিকে ঘরে বা বাড়িতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের ছড়ার পানিতে তিন শিশুর লাশ ভাসমান অবস্থায় পায়। শিশুদের উদ্ধার করে পানছড়ি উপজেলা হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এমও