Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মধ্যরাতে মাদরাসার ২০টি কম্পিউটার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৫:২৮

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলার একটি মাদরাসার কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ২০টি কম্পিউটার সেট চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকা। সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতের যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুর পৌনে ১টায় সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. হানিফ।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার নাইট গার্ড আবুল হোসেনের (৭০), চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় সাবেক সুপারিনটেনডেন্ট ও স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন জানান, স্থানীয় মাদকাসক্ত কতিপয় বখাটে যুবক এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের তৎপরতা থাকলে চুরি যাওয়া কম্পিউটার উদ্ধার করা যাবে।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদরাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্ধ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

২০টি কম্পিউটার সেট চুরি কাদরা হামিদিয়া দাখিল মাদরাসা টপ নিউজ নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর