বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল শিশুর
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৩:০২
৩০ এপ্রিল ২০২১ ১৩:০২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিএনজিচলিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় শিশুটির দাদি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহাতুর ইসলাম (৭) রাঙ্গুনিয়া উপজেলপর কোদলা চা বাগান এলাকার আনোয়ার ইসলামের ছেলে। আর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন আছেন আনোয়ারের মা লায়লা বেগম (৬০)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অটোরিকশা ও বাসের সংঘর্ষে দাদি ও নাতি গুরুতর আহত হয়। পরে দু’জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/আরডি/এনএস