Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পত্তি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১২:১২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে নগরীর পাহাড়তলী থানার দুলালাবাদ কাজী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. কাউছার (৪৫) ওই এলাকার বাসিন্দা মো. জমিরের ছেলে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম সারাবাংলাকে জানান, রাত ১১টার দিকে কয়েকজন মিলে কাউছারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়। এ সময় স্থানীয়রা কাউছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি জানান, কাউছারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে তার সৎ ভাই-বোনদের বিরোধ আছে। বৃহস্পতিবার সকালে কাউছারের সঙ্গে তার সৎ ভাই সাজ্জাদের ঝগড়া হয়। এর জেরে তাকে খুন করা হতে পারে। এ ঘটনার পর সাজ্জাদসহ তিনজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এনএস

ছুরিকাঘাতে খুন সম্পত্তি নিয়ে বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর