রওশন এরশাদ অসুস্থ, হাসপাতালে ভর্তি
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১০:০৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১০:৩৫
৩০ এপ্রিল ২০২১ ১০:০৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১০:৩৫
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত সিএমএইচ’এ নেওয়া হয়।
শুক্রবার (৩০ এপ্রিল) রওশন এরশাদের ব্যক্তিগত সহকারি মামুন হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রচণ্ড গরমে রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এছাড়া তার গ্যাসের সমস্যাও দেখা দেয়। হাসপাতালে নেওয়ার পরে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে সুস্থ আছেন। খুব সম্ভব আজ (শুক্রবার) সিএমএইচ থেকে বাসায় ফিরবেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এনএস