Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারক চক্র: হজে যেতে আগ্রহীদের সতর্ক থাকতে বললো মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ০৯:০৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১১:৪৯

ফাইল ছবি

একটি অসাধু চক্র কৌশলে হজে যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে— এমন ঘটনা নজরে আসায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উদ্বেগ জানিয়েছে। এ বছর যারা হজে যেতে চান, তাদের পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে আগ্রহীদের অন্তর্ভুক্ত করার নাম করে একটি অসাধু চক্রের অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। এরকম ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাকনিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিদের এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে।

পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে গত বছর মুসল্লিদের হজ করার অনুমতি দেয়নি সৌদি আরব। এ বছর ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সৌদি আরব হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর