Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহসীন কলেজের কর্মচারীরা পেলেন শিক্ষা উপমন্ত্রীর উপহার

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২১ ২১:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ এবং রমজান উপলক্ষে উপমন্ত্রী তাদের এ সহায়তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে কর্মচারীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপমন্ত্রীর নির্দেশে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন এবং আনোয়ার পলাশ এ উপহার পৌঁছে দেন।

বিজ্ঞাপন

মায়মুন উদ্দীন মামুন ও আনোয়ার পলাশ সারাবাংলাকে বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা প্রতিদিন গরীব-দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। লকডাউনের কারণে কলেজের স্থায়ী-অস্থায়ী কর্মচারীরাও, যারা স্বল্প বেতনে চাকরি করেন, তারাও কষ্টে আছেন। উপমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা তাদেরও ইফতার এবং উপহার সামগ্রী দিয়েছি। পুরো রমজান মাসজুড়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।’

উপহার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা হারুন-অর-রশীদ হৃদয়, তাফহীমুল ইসলাম সোহেল, সিমলা তন্বী, নাজিম উদ্দিন, আরিফুল ইসলাম, তাওহীদুল হক কয়ছার, লায়লা সিকদার লিপি, জাহানা আক্তার, খুরশিদ বিন সুহাত, সাখাওয়াত রাব্বি, সরোয়ার মির্জা, ইশমাম আহমেদ চৌধুরী, নুরুদ্দীন ফয়সাল, আকিফুল ইসলাম, রাকিব বিন আব্দুর, যুবরাজ দাশ, ইশরাক মাহমুদ, সোহেল তানভীর, খান সামাদ, নুরুল আলম, সরোয়ার জামান, আরিফুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্মচারী মহসীন কলেজ শিক্ষা উপমন্ত্রীর উপহার