Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ১৮:৩৬

ফাইল ছবি

ঢাকা: ভারতে করোনা সংক্রমণের ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশটির দুঃসময়ে পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। তাই দেশটিতে আনুমানিক ১০ হাজার বোতল সংক্রমণ নিরোধক ইঞ্জেকশন (ইনজেকটেবল অ্যান্টিভাইরাল), মুখে খাওয়ার সংক্রমণ নিরোধক, ৩০ হাজার পিস পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি ট্যাবলেট এবং অন্যান্য প্রয়েজনীয় ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এছাড়াও, ভারতের এই দুঃসময়ে বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে সংহতি প্রকাশ করছে। এ সময়ে যথাসাধ্য সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে।

সারাবাংলা/জেআইএল/একেএম

কোভিড-১৯ জরুরি চিকিৎসা সহায়তা নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর