ভ্যাকসিন সেন্টার পরিবর্তন বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদফতর
২৯ এপ্রিল ২০২১ ১৫:৩৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৮:২৮
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ চলছে। কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলমান বিধিনিষেধের মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীরা অনেকেই বিপত্তিতে। কেউ ঢাকার বাইরে চলে গেছে আবার অনেকে ঢাকার বাইরে থেকে বর্তমানে ঢাকায় এসে অবস্থান করছেন। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে— তা নিয়ে অনেকেরই প্রশ্ন।
প্রথমে ভ্যাকসিন গ্রহণের জন্য কেন্দ্র পরিবর্তন করা যাবে না বলা হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদফতর।
যারা ঢাকার বাইরে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারা রাজধানীর দুই সিটি করপোরেশনের পাঁচটি ভ্যাকসিনেশন সেন্টার থেকে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এ পাঁচটি হাসপাতাল হলো— কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (নিকডু), জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও বিভিন্ন বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সদর উপজেলা ছাড়া) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে।
সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক।
ডা. মো. শামসুল হক সারাবাংলাকে বলেন, স্বাস্থ্য অধিদফতরের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এক কেন্দ্র থেকে তারা অন্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে পারবে না। কিন্তু যারা দেশে চলমান বিধিনিষেধের আগে স্থান পরিবর্তন করেছেন বা প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তন করেছেন তাদের জন্য ভেবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, যদি ঢাকার বাইরে থেকে এসে কেউ বর্তমানে এখানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে চায় তবে তাদের জন্য পাঁচটি কেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই ভাবে অন্যান্য জেলাতেও যারা বাইরে থেকে গেছে তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারবে সেখানের জেলা সদর হাসপাতালে। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালেও ভ্যাকসিন নিতে পারবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভ্যাকসিন নিতে পারবে। তবে এক্ষেত্রে তাদেরই এই সুবিধা দেওয়া হবে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তন করতে হয়েছে।
তিনি বলেন, বর্তমানে কেউ যদি ঢাকায় থেকে চিন্তা করে যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছে সেখানে না নিয়ে আরেক কেন্দ্র থেকে নিবে—তেমনটি কিন্তু হবে না। শুধুমাত্র যারা প্রথম ডোজ নেওয়ার পরে স্থান পরিবর্তনের কারণে বিপাকে পড়েছেন তাদের জন্যেই এই সিদ্ধান্ত। এক্ষেত্রে আবার কেউ যদি স্থানীয় পুলিশ হাসপাতালে চলে যায় বা অন্যান্য জায়গায় যায় তাও হবে না। তাকে নির্ধারিত বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালেই ভ্যাকসিন নিতে হবে।
এ দিকে ভ্যাকসিনেশন সেন্টার পরিবর্তন বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
২৮ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকের সই করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ডোজ ভ্যাকসিন প্রাপ্তির স্থান থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণের স্থান নির্বিশেষে সংযুক্ত তালিকায় উল্লেখিত কেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলা/সিটি করপোরেশনের মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে ভ্যাকসিন কার্ড প্রদর্শন সাপেক্ষে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং কিউআর (QR) কোড স্ক্যান করে ভ্যাকসিন গ্রহণের তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে।
ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যে সকল তথ্যাদি ওয়েব পোর্টালে হালনাগাদ করা যায় নি তা অনতিবিলম্বে হালানাগাদ করার অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, বর্তমানে ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে করে সিস্টেমে চাপ পড়বে। প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার ৮ থেকে ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সারাবাংলা/এসবি/এএম