Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছে কর্মীরা: বিদুৎ বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ০০:৩০

ঢাকা: দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে বিদ্যুৎ বিভাগের প্রতিটি সংস্থার কর্মীরা দিন-রাত কাজ করছে বলে জানিয়েছে বিদুৎ বিভাগ। একদিকে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি, অন্যদিকে চলছে পবিত্র মাহে রমজান। সেই সঙ্গে যোগ হয়েছে তাপপ্রবাহ। চলমান এই পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দিতে নিরলস কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার (২৮ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিভাইড ফেইসবুক পেইজে নিজেদের অবস্থান এভাবেই তুলে ধরে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভাগ জানায়, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য সরকার গত বছরের মতো এ বছরেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই মুহূর্তে সব কিছুই বন্ধ রয়েছে; শুধু জরুরি সেবা ছাড়া। দুযোর্গকালীন এই সময়ে চলছে পবিত্র মাহে রমজান। এই কঠিন সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করছে বিদ্যুৎ বিভাগের প্রতিটি সংস্থার কর্মীরা।

যেকোনো বিপর্যয় দৃঢ়ভাবে মোকাবিলার সংকল্প জানিয়ে বিদ্যুৎ বিভাগের ফেসবুক পেইজে বলা হয়, ‘যে কোনো বিপর্যয়, বিদ্যুৎ বিভাগ করবে জয়।’

উল্লেখ্য, একসময় গ্রীষ্ম মৌসুম শুরু হলেই লোডশেডিংও শুরু হতো। কয়েক বছর ধরে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কমে এসেছে। বর্তমান পরিস্থিতির মধ্যেও গত রবিবার ( ২৫ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

সারাবাংলা/জেআর/এসএসএ

বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর