রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৮ এপ্রিল ২০২১ ২৩:৫৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ০০:০০
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান বেড়িবাঁধে পিকআপ ভ্যানের ধাক্কায় সুমনা বেগম (৬০) নামে এক নারী এবং সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সন্ন্যাসী দেবনাথ (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এই দুই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে দশটার দিকে সুমনা বেগম ও রাত ১১ টার দিকে সন্নাসী দেবনাথকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সুমনার ভাগিনা আহাদুজ্জামান সুমন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। তিন ছেলেকে নিয়ে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় থাকতেন সুমনা বেগম।
সুমন আরও জানান, সন্ধ্যার দিকে সুমনা বেড়িবাঁধে যান ইফতার কেনার জন্য। এসময় একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সন্ন্যাসী দেবনাথের ভাতিজা সুজন দেবনাথ জানায়, তাদের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতেন।
সুজন আরও জানান, সন্ন্যাসী দেবনাথের স্ত্রী দীপ্তি রানী হাতে সমস্যাজনিত কারণে বেশ কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় স্ত্রীর ওষুধ কেনার জন্য হাসপাতালের বাইরে যান সন্ন্যাসী দেবনাথ। ওষুধ কিনে রাস্তা পারাপারের সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। তবে কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে সে বিষয়ে জানা যায়নি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ