নেত্রকোনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ২৩:২৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২৩:২৯
২৮ এপ্রিল ২০২১ ২৩:২৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২৩:২৯
নেত্রকোনা: হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনার মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আবদুল কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৩ সালে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার আসামি মাওলানা আবদুল কাইয়ুম। বিকেলে তাকে নেত্রকোনা বিচারিক আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সারাবাংলা/এসএসএ