Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল সিকিউরিটি আইনের কার্যকরী ভূমিকা জরুরি: ড. সেলিম মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ২২:৪৭

ঢাকা: রাষ্ট্রবিরোধী তথ্যসন্ত্রাস মোকাবিলায় ডিজিটাল সিকিউরিটি আইনকে আরও জোরালোভাবে প্রয়োগ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভার স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিগত এক যুগেরও বেশি সময় ধরে যে উন্নয়ন হয়েছে, সেটিকে নষ্ট করার জন্য ইতোমধ্যে এই গোষ্ঠীটি বাংলাদেশ বিরোধী তথ্যসন্ত্রাসে লিপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

ড. সেলিম মাহমুদ বলেন, এই তথ্যসন্ত্রাস মূলত রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে কিছু রাষ্ট্রবিরোধী লোক বিদেশে বসে ডিজিটাল মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার ও তথ্যসন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে এই তথ্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। ডিজিটাল মাধ্যমে সংঘটিত এই তথ্য সন্ত্রাসকে আইনের আওতায় আনার একমাত্র পথই ডিজিটাল সিকিউরিটি আইনের কার্যকরী প্রয়োগ।

তিনি বলেন, মেধা, কৌশল, কমিটমেন্ট, প্রযুক্তিনির্ভর পদ্ধতির অবলম্বন, অপপ্রচার ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপপ্রচার ও তথ্যসন্ত্রাস মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, জনাব সাজ্জাদুল হাসান, প্রফেসর হেলালুদ্দীন নিজামী, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিগেডিয়ার ডা. মো. শাহজাহান, নওশের রহমান, প্রফেসর ড. অসীম সরকার, ডা. জাহানারা আরজু, ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আমেনা কোহিনুর, আতাউল মাহমুদ, সৈয়দ আবু তোহা, অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, শেখ আদনান ফাহাদ, রায়হান কবির, ফাহিম শাহরিয়ার, রকিবুদ্দিন আহমেদ ঢালী, সাজ্জাদ হোসেন চিশতী, মাসুদ পারভেজ খান ইমরান, রাজীব হোসেন প্রমুখ।

সারাবাংলা/এনআর/এসএসএ

ড. সেলিম মাহমুদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর