Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ২০:৪৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২১:৩৪

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নাচনমহল বাজার সংলগ্ন ব্রিজের দক্ষিণ ঢালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের ব্যবসায়ীদের কাছে উপজেলার কমদেবপুর গ্রামের মনির ফকির, খসরু জোমাদ্দার, মিদুল ফকির, সোহাগ ফকির ও রানাপাশা গ্রামের রাকিব হাওলাদারের নেতৃত্বে স্থানীয় একটি বখাটে চক্র বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছেন।

তারা বলেন, চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধর করা হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানে বাকি তারা বাকি নিয়েছেন। কিন্তু সেই টাকা চাওয়ায় তারা ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এরকম চাঁদাবাজি ও জুলুম বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

মানববন্ধনে বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান, হারুন মল্লিক, সবুজ মোল্লা, হনিফ মল্লিক, সুজন মোল্লাসহ অন্যরা বক্তব্য রাখেন।

এদিকে, মানববন্ধন থেকে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন মনির ফকির। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

চাঁদাবাজি নলছিটি নাচনমহল বাজার ব্যবসায়ীদের মানববন্ধন