শাপলা চত্বরে নাশকতায় নেতৃত্ব দেওয়া মাহমুদ কাশেমী গ্রেফতার
২৮ এপ্রিল ২০২১ ২০:৪৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২১:২৭
ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতায় নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলামের (সদ্য কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষিত) নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে ভাটারা ওয়াসা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবি যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুব আলম বলেন, সম্প্রতি দেশব্যাপী হেফাজত ইসলামের নেতাকর্মীরা তাণ্ডব, জ্বালাও-পোড়াও চালিয়েছে। এসব আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিত ছিলেন হাবীবুল্লাহ কাশেমী। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
ডিবি যুগ্ম কমিশনার মাহবুব আলম আরও জানান, ডিবি ওয়ারীর ডেমরা জোনাল টিম হাবীবুল্লাহ কাশেমীকে গ্রেফতার করেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তাকে আদালতে নেওয়া হবে।
সারাবাংলা/ইউজে/টিআর