ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ মৃত্যু
২৮ এপ্রিল ২০২১ ১৫:২৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:২২
ময়মনসিংহ: জেলার তারাকান্দায় ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের খিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সারাবাংলাকে বলেন, নেত্রকোণাগামী ট্রাকের সঙ্গে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন এবং গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়।
এদিকে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন- নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার উত্তর উজির কোণাপাড়া এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক শহীদুল ইসলাম শহীদ, একই উপজেলার রামনগর এলাকার খলিল মিয়া এবং আলমপুর এলাকার মাসুম উদ্দিন।
সারাবাংলা/একেএম
৩ মৃত্যু টপ নিউজ ট্রাক-অটোরিকশা সংঘর্ষ তারাকান্দা নেত্রকোণা ময়মনসিংহ