হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ১২:৩৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৪:৫৯
২৮ এপ্রিল ২০২১ ১২:৩৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৪:৫৯
সুনামগঞ্জ: দিরাই উপজেলার মধুরাপুর গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে ভাটিপাড়া ইউনিয়নের মাধুরাপুর হাওরে পাকা ধান কাটছিলেন কয়েকজন কৃষক। হটাৎ করে ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বজ্রপাতে ফজলু ও ফখরুল নামে দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় তাদের পাশে থাকা তিনজন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এএম