করোনা: ভারতের একদিনে মৃত্যু ৩ হাজার ছাড়াল
২৮ এপ্রিল ২০২১ ১১:৫৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৩:৪৪
ভারতের করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। এতে করে মোট মৃতের সংখ্যা দুই লাখ ছাড়াল। আর একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে তিন লাখ।
বুধবার (২৮ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। এই প্রথম দেশটিতে একদিনে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়াল। এতে করে মোট মৃতের সংখ্যা দুই লাখ এক হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে একদিনে তিন লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে।
দেশটিতে এখন মোট ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন সক্রিয় রোগী রয়েছে। এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। প্রতিদিন অনেক রোগী শুধুমাত্র অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছেন।
এদিকে ভারত জুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চলছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ লাখ ৫৬ হাজার ১৮১ জন নাগরিক ভ্যাকসিন গ্রহণ করেছেন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩৬৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সারাবাংলা/এনএস