Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক বিক্রিতে বাধা, সন্ত্রাসী হামলায় আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ১১:০৪

খাগড়াছড়ি:খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় পিতা, পুত্রসহ তিন জন আহত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— গঞ্জপাড়া এলাকার মৃত আতর আলীর ছেলে মো. নুরুল আলম, তার বড় ছেলে হৃদয় ও ছোট ছেলে নিলয়। দুই ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড় পেলেও তাদের পিতা নুরুল আলম গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

নিলয় জানায়, কয়েকদিন আগে এলাকায় ইলিয়াস ও আজাদ নামের দু’জনকে মাদক (ইয়াবা) বিক্রি করতে নিষেধ করে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা দুজন ইব্রাহিম, ইলিয়াসসহ আরও অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে নিয়ে তাকে (নিলয়) বাড়ির সামনে থেকে ধরে মারতে মারতে পার্শ্ববর্তী বিলে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে তার বাবা নুরুল আলম ও বড় ভাই হৃদয় ছুটে আসলে লোহার রড় দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক মো. মোশাররফ হোসেন বলেন, ছেলেদের আঘাত মারাত্মক না। তবে নুরুল আলমের শরীরে পেটানোর দাগের পাশাপাশি মাথা ও গাল ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি এখনো শঙ্কাজনক অবস্থায় আছেন। ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়েই পুলিশ পাঠিয়ে দেই। নুরুল আলম হাসপাতালে ভর্তি আছে। নুরুল আলম বা তার পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

খাগড়াছড়ি মাদক বিক্রিতে বাধা সন্ত্রাসীদের হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর